ক্ষমতা কাকে বলে?
অথবা, ক্ষমতার সংজ্ঞা দাও?
অথবা, ক্ষমতা কী?
অথবা, ক্ষমতা কাকে বলে?
উত্তর৷ ভূমিকা : রাষ্ট্র তার সংহতি সংরক্ষণ ও বিশৃঙ্খলার অবসানে জনগণের আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে ক্ষমতা প্রয়োগ করে থাকে। ফলশ্রুতিতে রাষ্ট্রে শান্তিশৃঙ্খলা বিরাজ করে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের
সাবলীল পথ সূচিত হয়। ক্ষমতা প্রয়োগের সাথে এর অপপ্রয়োগের সম্পর্ক সম্পৃক্ত।
ক্ষমতা : ক্ষমতা মূলত এক ধরনের দক্ষতা প্রসূত প্রভাব, যার মাধ্যমে অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। মানবীয় পরিসরে কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাবলীল প্রভাবকেও ক্ষমত। বলা হয়। মানবসভ্যতার অব্যাহত প্রবহমানতা ও অগ্রগতি সূচনায় ক্ষমতার যথার্থ প্রয়োগ আবশ্যক।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী ক্ষমতার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যা নিম্নরূপ : সমাজবিজ্ঞানী আলফ্রেড ডি. গ্রাজিয়া (Alfred D. Grazia) এর মতে, “Power is the ability to make
decisions influencing the behaviour of men.” ডেভিড পোপিনো (Devid Popenoe) এর মতে, “ক্ষমতা হচ্ছে কোন লোক বা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার যোগ্যতা, তাকে ঐ লোক বা গোষ্ঠী সহযোগিতা করতেও পারে, আবার নাও করতে পারে।” কিংসলে ডেভিস (Kingsley Davis) এর মতে, “ক্ষমতা হচ্ছে কোন লক্ষ্য ও উদ্দেশ্য সাধনের নিমিত্তে অপরের আচরণকে নিয়ন্ত্রণ করে।”
সমাজবিজ্ঞানী স্মেলসার (Smelser) এর মতে, “ক্ষমতা হলো এমন সামর্থ্য যা কারে৷ ইচ্ছা অন্যান্যদের উপর চাপিয়ে দেয়া যায় এবং সম্পদকে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লাগানো যায়।” আরনল্ড গ্রিন (Arnold Green) এর মতে, “ক্ষমতা হচ্ছে নিতান্তই অন্যকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য যাতে তারা যা চায় তা সম্পাদন করতে পারে।” অরগানস্কি (Organski) ক্ষমতার সংজ্ঞায় বলেছেন, “Power is the ability to influence the behaviour of others in accordance with one’s own ends, and as such, it is not a thing, but it is a part of relationship.”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, ক্ষমতা মূলত অন্যের আচরণকে নিয়ন্ত্রিত করার একটি দক্ষতাপ্রসূত মানবীয় গুণ, যার মাধ্যমে প্রয়োগকারীর একটি স্বকীয় অবস্থান এবং সমাজে একটি আলাদা স্থান নির্মিত হয়।