অথবা, কাঠামো কার্যগত তত্ত্ব বলতে কী বুঝ?
অথবা, কাঠামো কার্যগত তত্ত্ব কী?
উত্তর৷ ভূমিকা : দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের সমাজ ও রাজনীতি বিশ্লেষণে যেসব তত্ত্ব ব্যবহৃত হয় কাঠামো কার্যগত তত্ত্ব তার মধ্যে অন্যতম। কাঠামো কার্যগত তত্ত্ব বেশ জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ। এ তত্ত্ব একটি রাজনৈতিক ব্যবস্থায় কোন কার্য, কোন কাঠামো দ্বারা সম্পাদিত হয় তার ভিত্তিতে রাজনীতি ব্যাখ্যা করে এবং তুলনামূলক অধ্যয়ন করার চেষ্টা করে। এ তত্ত্বের তাত্ত্বিকগণ কোন রাজনৈতিক ব্যবস্থাকে দুটি পৃথক উপায়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
প্রথমত, একে সরকার বা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা করা। দ্বিতীয়ত, এটাকে রাজনৈতিক কার্যসম্পাদনকারী সামাজিক
কাঠামো হিসেবে ব্যাখ্যা করা।
কাঠামো কার্যগত তত্ত্ব (Structural functionalism) : কোন সমাজব্যবস্থার কার্যকলাপকে পর্যালোচনা করা ও সমাজব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে জ্ঞানলাভ করে তা বাস্তবে প্রয়োগ করার উপযোগিতাই হলো কাঠামো কার্যগত পদ্ধতি। কাঠামো কার্যগত তত্ত্ব আলোচনা প্রসঙ্গে কাঠামো ও কার্যকে পৃথকভাবে আলোচনা করা হলো :
কাঠামো (Structure) : কাঠামো বলতে ঐসব বন্দোবস্তকে বুঝায়, যেগুলো কার্যসম্পাদন করে। অর্থাৎ কাঠামো হলো কতকগুলো সামাজিক সংগঠন বা কেন্দ্র, যার দ্বারা কার্য সম্পাদিত হয় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী কাঠামো এবং কার্যগত তত্ত্ব সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের সংজ্ঞা পৃথকভাবে উল্লেখ করা হলো :
জে. বি. পাওয়েল (J. B. Powell) এ প্রসঙ্গে বলেছেন, “কাঠামো বলতে সেসব পর্যবেক্ষণীয় ক্রিয়াকলাপকে বুঝায় যাদের সমন্বয়ে রাজনৈতিক ব্যবস্থা গঠিত হয়।
এস. পি. ভার্মা (S. P. Varma) বলেছেন, “Structures refers to those arrangements within the system which perform the functions.” অ্যালমন্ড ও পাওয়েল (Almond and Powell) কাঠামোর সংজ্ঞায় বলেছেন, “By structure we mean the observable activities which make up the political system.” উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় কাঠামো হলো কতকগুলো সামাজিক সংগঠন বা কেন্দ্র, যার দ্বারা কার্য সম্পাদিত হয়।ত
কার্য (Function) : সহজ কথায় বলা যায়, কাঠামো যা সম্পাদন করে তাই কার্য। কাঠামো যা করে তাই কার্য বলে গণ্য হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ কার্যকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উপস্থাপন করা হলো :
ওরান ইয়াং (Oran Young) কার্যের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, “The objective consequence (s) of a pattern of action for the system in which it occurs.” মারটন কাপলান (Merton Kaplan) বলেছেন, “কার্য হচ্ছে ঐসব পর্যবেক্ষণীয় ফলাফল, যেগুলো একটি ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করে।”
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, কার্যভিত্তিক পদ্ধতির মূলকথা হলো কেবলমাত্র কাঠামোর বর্ণনা নয়, বরং এর কার্য দ্বারা সেই কাঠামোর বিশ্লেষণ।

ডিগ্রী অনার্স মাস্টার্স পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে পেতে Whatsapp এ ম্যাসেজ করুন। Whatsapp 01979786079