কাঠামোগত ক্রিয়াবাদ কী?
অথবা, কাঠামোগত ক্রিয়াবাদ বলতে কী বুঝ?
অথবা, কাঠামোগত ক্রিয়াবাদ এর সংজ্ঞা দাও।
অথবা, কাঠামোগত ক্রিয়াবাদের যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর৷ ভূমিকা : বর্তমান বিশ্বে মানুষের আচারব্যবহার, পদমর্যাদায়, অনুষ্ঠান প্রতিষ্ঠান এবং মূল্যবোধের ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। সে পরিবর্তনের স্রোতে কাঠামোগত ক্রিয়াবাদ এগিয়ে যাচ্ছে। কারণ গতিশীল সমাজে সামাজিক পরিবর্তনের সাথে কাঠামোগত ক্রিয়াবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
কাঠামোগত ক্রিয়াবাদ : কাঠামোগত ক্রিয়াবাদ অনুযায়ী সমাজের সামগ্রিক ব্যবস্থার অংশ বিশেষের সমাহার। এগুলো পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল। প্রতিটি অংশের সমষ্টি জীবনের প্রয়োজনীয় দায়িত্ব সম্পাদন করে। অংশগুলো যেহেতু নির্ভরশীল ও সম্পর্কযুক্ত সেহেতু সমাজের সঠিক চিত্র পাওয়ার জন্য অংশগুলোর পারস্পরিক সম্পর্ক ও সামগ্রিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া অত্যাবশ্যক। বস্তুত এভাবেই কাঠামোগত ক্রিয়াবাদ সমাজের একাংশকে সমগ্র সমাজব্যবস্থা এবং এক অংশের সাথে অপর অংশের সম্পর্কের যোগসূত্র রচনা করে। কাঠামোগত ক্রিয়াবাদীরা সমাজকে (society) অনেকগুলো অংশ (parts) হিসেবে দেখে । অর্থাৎ Integration of parts যা পুরো ব্যবস্থা (Whole system) কে survive করে। বলা যায়, A society is a system of integrated parts. নিম্নলিখিত পাঁচটি শর্ত আধুনিক ক্রিয়াবাদের তাত্ত্বিক কাঠামো (Theoretical Framework) বিনির্মাণ করে :
(i) A society is a system of integrated parts.
(ii) Social systems tend to be stable because they have built in mechanisms of control, such as law enforcement authorities and courts.
(iii) Dysfunctions do exist, but they tend to resolve themselves or become institutionalized in the long run e.g the radicals or happies of the 1960, brought about many changes in American Society, such as a new environmental consciousness etc.
(iv) Change is usually gradual, not revolutionary.
(v) Social integration the sense that society is a strong fabric unit of varying threads is produced by the agreement of most members of society on a set of values.
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত ক্রিয়াবাদ
প্রত্যয়টি অধিক তাৎপর্যপূর্ণ। সামাজিক পরিবর্তন সংক্রান্ত কাঠাটমোগত ক্রিয়াবাদ আলোচনাটি করতে গিয়ে সমাজের সামগ্রিক ব্যবস্থার সঠিক চিত্র পাওয়া সহজ হয়। অর্থাৎ কাঠামোগত ক্রিয়াবাদীরা সমাজকে অনেক ভালো অংশ হিসেবে দেখেন।