এইডস কিভাবে চিহ্নিত করা হয় বা লক্ষণগুলো কী কী?
অথবা, এইডস এর লক্ষণগুলো চিহ্নিত কর।
অথবা, এইডস চেনার উপায় কী?
উত্তরা৷ ভূমিকা : আজকের পৃথিবী এইচআইভি/এইডসের কারণে এক চরম বিপর্যয়ের সম্মুখীন। পৃথিবীর বিভিন্ন দেশ আক্রান্ত হয়েছে এইডস মহামারিতে। আর অনেক দেশে চলছে এ রোগের ধীর ও নীরব বিস্তৃতি। সারা বিশ্বে এ পর্যন্ত ৭ কোটিরও বেশি লোক এইচআইভিতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছে প্রায় ৩ কোটি। আর বাকি ৪ কোটিরও বেশি আক্রান্ত ব্যক্তি এ রোগ নিয়ে বেঁচে আছেন।
এইডস এর লক্ষণ : এইডস এর জীবাণু শরীরে প্রবেশের ৭/৮ বছর পরে এর কিছু লক্ষণ দেখা যায়। যথা :
১. হঠাৎ শরীরের ওজন কমে যাওয়া।
২.শরীর দুর্বল হয়ে আসে।
৩. মানসিক অবসাদ দেখা দেয়।
৪.স্মরণশক্তি লোপ পায়।
৫. শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে যায়।
৬.মুখে ও গলায় হ্রাস নামক ছত্রাক রোগ হয়।
৭. বিরামহীনভাবে ডায়রিয়া হয়।
৮.হারপিস নামক রোগের সৃষ্টি হয়।
৯.বিভিন্ন চর্মরোগ দেখা দেয় ।
উপসংহার : উপরের আলোচনার আলোকে একথা নিঃসন্দেহে বলা চলে যে, AIDS একটি মরণঘাতী ব্যাধি। পৃথিবীতে AIDS রোগীর সংখ্যা বেড়েই চলছে। সুস্থ, স্বাভাবিক জীবনযাপন ও ধর্মীয় অনুশাসন মেনে চললেই AIDS নামক ঘাতক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। মনে রাখা দরকার এইডসের পরিনাম নিশ্চিত মৃত্যু এবং এর কোন চিকিৎসা.ব্যবস্থা আজও আবিস্কৃত হয় নি।