• March 28, 2023

আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।

অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
অথবা, সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
অথবা, সংক্ষেপে ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা কর।
অথবা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, ভাষা আন্দোলনের গুরুত্ব লিখ।
উত্তর৷ ভূমিকা :
১৯৪৭ সালে শুরু হওয়া ভাষা আন্দোলন ১৯৫২ সালে চূড়ান্ত পরিণতি পেয়েছিল। বাংলার ইতিহাসে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কেননা পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে এটা ছিল বাঙালি জাতির প্রথম বিদ্রোহ।
ভাষা আন্দোলনের গুরুত্ব : নিচে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করা হলো :
১. বাঙালি জাতীয়তাবাদের বিকাশ : ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তানের পূর্ব অংশ তথা বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও শাসিত হতে থাকে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা. প্রথম তাদের জাতীয়তাকে পুঁজি করে সংগঠিত হয়।
২. অসাম্প্রদায়িক চেতনার বিকাশ : ভাষা আন্দোলন শুরু হলে পাকিস্তানি শাসকরা আন্দোলনকারীদের ভারতের দালাল’, ‘ভারতের লেলিয়ে দেওয়া কুকুর’ প্রভৃতি নামে আখ্যায়িত করে। বাঙালি মুসলমানরা এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বরং তাদের ভাষা রক্ষার্থে নিজেদের জীবন পর্যন্ত দিতে দ্বিধা করেনি। যেটা এদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিল ।
৩. রাজনীতির নতুন মেরুকরণ : অবিভক্ত বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক চেতনার তথা মুসলিম লীগের বেশ প্রভাব ছিল। কিন্তু ভাষা আন্দোলনের ফলে বাঙালি মুসলমানের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। ফলশ্রুতিতে উদারপন্থি দল হিসেবে পরিচিত আওয়ামী মুসলিম লীগ পূর্ব বাংলার রাজনীতিতে একক দল হিসেবে আবির্ভূত হয়।

  1. . মধ্যবিত্ত শ্রেণির অংশগ্রহণ : ভাষা আন্দোলনই একমাত্র আন্দোলন যেখানে মধ্যবিত্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এজন্য ভাষা আন্দোলন বিশেষজ্ঞ বদরুদ্দীন উমর বলেছেন, “বাঙালি মধ্যবিত্ত ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিল যেখানে আর অন্য কোথাও নয়।”
    ৫. কুসংস্কার দূর : ভারতীয় উপমহাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার মধ্যে ভাষা আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এটা বাঙালি সমাজ থেকে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি দূরীকরণে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করেছিল।
    উপসংহার : পরিশেষে আমরা এ কথা বলতে পারি যে, ভাষা আন্দোলন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির যত আন্দোলন তার ভিত্তি স্থাপন করেছিল। আর তাই বাংলাদেশ সৃষ্টিতে এ আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!