আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণসমূহ লিখ।

অথবা, আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণসমূহ কী কী?
অথবা, আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা :
আন্তর্জাতিক স্থানান্তরের কারণ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী ও জনবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মতবাদ প্রদান করেন। অধ্যাপক D. J. Dogue তাঁর ‘Princeple of Demography’ গ্রন্থে আকর্ষণ বিকর্ষণ জনিত আন্তর্জাতিক স্থানান্তরের কতিপয় নিয়ামক বা উৎপাদনের কথা উল্লেখ করেন।
ক. আকর্ষণজনিত যেসব উপাদানের কারণে স্থানান্তর হয় তা হলো :
১. উন্নত চাকরির সুযোগ
২.অধিক আয়ের সুযোগ
৩. বাহ্যিক উচ্চতর প্রশিক্ষণের সুযোগ
৪.পছন্দসই পরিবেশ ও জীবনযাপন ব্যবস্থাদি
৫. গমনকারীর পোষ্য হিসেবে তার অনুগমন
৬. নতুন স্থান, মানুষ এবং কাজের আকর্ষণ ইত্যাদি।
খ. বিকর্ষণজনিত যেসব উপাদানের কারণে স্থানান্তর হয় তাহলো :
১. জাতীয় সম্পদের হ্রাস
২. বেকারত্ব
৩. বৈষম্যমূলক আচরণ
৪. বিচ্ছিন্নতাবোধ
৫. গোষ্ঠী থেকে পশ্চাদপ্রসারণ
(1012 ner
Irong Tongi
৬. দুর্যোগপূর্ণ এলাকা থেকে পলায়ন ইত্যাদি।
৭. অন্যান্য বিকর্ষণ উপাদান হচ্ছে- পদমর্যাদা, বিবাহ ও বিবাহের প্রয়োজনীয়তা, চাকরির প্রস্তাব পাওয়া,প্রচার অভিযান, ব্যবস্থা, বিক্রয়, চাকরির পরিবর্তন, কর্মস্থল থেকে বহিষ্কার, উত্তরাধিকার, অবসর গ্রহণ,
সমাজ থেকে বহিষ্কার ইত্যাদি। জৈবিক বৈশিষ্ট্যের মধ্যে যেসব কারণে স্থানান্তর হয় তাহলো :
১. কম বয়স (১৫-৩৫ বছর)
২. পিতামাতার স্থানান্তর গমন ও বিবাহ
৩. বিয়ের পর মহিলার স্বামীর সাথে বসবাস
৪. জাতিগত ভেদ
৫. শারীরিক সামর্থ্য ইত্যাদি।
সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে যেসব কারণকে দায়ী করা যায় তাহলো :
১. চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা।
২. বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মধ্যে স্থানান্তর অনুপাত বেশি।
৩. ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কারণে কোন গোষ্ঠীর উপর অত্যাচারের ঘটনা ঘটলে আন্তর্জাতিক স্থানান্তর েবাধ্য হয়।
ব্যক্তিগত যেসব বৈশিষ্ট্যের কারণে স্থানান্তর হয় তাহলো :
১. ব্যক্তির উচ্চাভিলাষ ও উদ্যম
২. আধুনিক উন্নত সমাজ ভাবনা ও জীবনযাত্রা
৩.উচ্চ রুচি ও গতিময় জীবন
৪.অধিক আর্থিক সুবিধা লাভের আশা
৫. প্রবাসী জীবন স্বীয় সামাজিক জীবন থেকে উন্নত মনে করা ইত্যাদি।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, আন্তর্জাতিক স্থানান্তরের বিষয়টি স্থানান্তরকারীর ব্যক্তিগত,মানসিক চিন্তাচেতনা, সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি ইত্যাদি বহুবিধ উপাদানের উপর নির্ভর করে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/