আজকের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ডিগ্রী ৩য় বর্ষ ২০২১ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের প্রশ্ন পত্র এবং সাজেশন রিভিউ । 99.99% কমন।
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “Feminism” শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উঃ চালর্স ফুরিয়ার।
২। “The Subjugation of Women” বইটির লেখক কে?
উঃ জন স্টুয়ার্ট মিল।
৩। বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
উঃ ইসাবেলা প্রেরণ ( আর্জেন্টিনা ) ।
৪। গণমাধ্যম কী?
উঃ গণমাধ্যম হলো জনগণের সাথে যোগাযোগের মাধ্যম।
৫। যৌতুক কী?
উঃ যৌতুক সমাজের একটি ঘৃণ্য প্রথা। বর পক্ষ বিয়ের সময় কনে পক্ষের নিকট যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দাবী করে তাকে যৌতুক বলে।
৬। মেরি ওলস্টোন ক্রাফট কে ছিলেন?
উঃ আধুনিক নারীবাদী চিন্তাজগতের এক অন্যতম পথিকৃৎ।
৭। বিধবা বিবাহ কে প্রচলন করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮। আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উঃ ৮ মার্চ।
৯। কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উঃ ১৯৭৬ – ১৯৮৫ সালকে আন্তর্জাতিক নারীদশক বলা হয়।
১০। “WID” এর পূর্ণরূপ কী?
উঃ Women in Development.
১১। বাংলাদেশে কবে যৌতুক নিরোধ আইন পাশ হয়?
উঃ ১৯৮০ সালে।
১২। “Eco-Feminism” কী?
উঃ পরিবেশ নারীবাদ।,
খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৫×৪=২০
১। নারী ও রাজনীতি বলতে কী বোঝ? ১০০%
২। মার্কসীয় নারীবাদ আলোচনা কর। ১০০%
৩। নারীর দ্বৈত ভূমিকা বলতে কী বোঝ? ১০০%
৪। নারীর অর্থনৈতিক ক্ষমতা বলতে কী বোঝ? ১০০%
৫। নারী উন্নয়ন কৌশল বা নীতিমালা কী? ১০০%
৬। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বোঝ? ১০০%
৭। নারীর ক্ষমতায়নে NGO – এর ভূমিকা লিখ। ১০০%
৮। পুরুষতান্ত্রিক মতাদর্শ কী? ১০০%
গ বিভাগ (রচনামূলক প্রশ্ন) যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৫×১০=৫০
১। বাংলাদেশে নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর। ১০০%
২। নারী উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্যাখ্যা কর। ১০০%
৩। বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো আলোচনা কর। ১০০%
৪। নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর। ১০০%
৬। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারীর অধিকারসমূহ আলোচনা কর। ১০০%
৭। নারী উন্নয়নের বিভিন্ন কৌশল আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা কর। ১০০%