• March 28, 2023

আওয়ামী মুসলিম লীগ গঠন সম্পর্কে আলোচনা কর ।

অথবা, ১৯৪৯ সালে গঠিত আওয়ামী মুসলিম লীগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, আওয়ামী লীগের জন্ম ও প্রেক্ষাপট বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দলের অন্যতম হলো বাংলাদেশ আওয়ামী নেতৃবৃন্দের । নিপীড়নের লীগ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এ দলটি মুখ্য ভূমিকা পালন করে। মুসলিম লীগের রক্ষণশীল কারণে এ দলের ত্যাগী নেতৃবৃন্দ আওয়ামী মুসলিম লীগ গঠন করেন।
আওয়ামী মুসলিম লীগ গঠন : ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের এক অংশের নেতা কর্মীদের এক কনভেশনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এ দলটির নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি, আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ও আলী আমজাদ খানকে সহ-সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহম্দ, এ. কে. রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। জন্মলগ্ন থেকে আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক। ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগই ছিল প্রধান বিরোধী দল। দলটি জন্মলগ্নেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ৪২ দফা কর্মসূচি গ্রহণ করে। পাকিস্তানের সূচনালগ্নেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি, এক মানুষ এক ভোট, গণতন্ত্র, শাসনতন্ত্র প্রণয়ন, সংসদীয় সরকার পদ্ধতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং দুই প্রদেশের মধ্যে বৈষম্য দূরীকরণ ইত্যাদি ছিল আওয়ামী লীগের প্রধান দাবি। ১৯৪৮-৫২ সালে ভাষা আন্দোলনে আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন ছাত্রলীগ (১৯৪৮ সালে প্রতিষ্ঠিত) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার পূর্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনে আওয়ামী মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশ সৃষ্টিতে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। মুসলিম লীগের অব্যাহত শোষণের প্রেক্ষিতে এ দলটি গঠন করা হয়েছিল।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!